বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ ১৯ সিরিজের ট্রফি উন্মোচন

বগুড়া সংবাদ :বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভ্যেনু বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অনুর্ধ-১৯ ও আফগানিস্তান অনুর্ধ -১৯ এখন বগুড়ায় । সোমবার (২৭ অক্টোবর) ১১.৩০ মিনিটে ট্রফি উন্মোচন করা হয়েছে।

বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটোসেশন করেন তারা।

আগামী ২৮, ও ৩১ অক্টোবর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯ টা থেকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, সবুজ, রাফি উজ্জামান রাফি, আবদুর রহিম ও ইকবাল হোসাইন ইমন।
আফগানিস্তানের অনুর্ধ ১৯ দলে আছেন (অধিনায়ক) মাহবুব খান, উজাইরুল্লাহ নিয়াজাই, বারকাত ইব্রাহিম, ফয়সাল খান,খালিদ আহমাদ জাই,নাজিফুল্লাহ আমিরি,আজিজুল্লাহ মিয়া,ওয়াদুল্লাহ জাদরান, হাফিজুল্লাহ জাদরান, আব্দুল আজিজ খান,খাতির খান, নুরিষ্টানি ওমরজাই,সালাম খান আহমাদজাই,জাইতুল্লাহ শাহীন,রুহুল্লাহ আরব,ওসমান সাদাত।

Check Also

আদমদীঘিতে ২৪ এর রঙে গ্রাফিতি পুরস্কার বিজয়ীদের মাঝে চেক বিতরন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *