বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদ: বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি বগুড়ার মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে সেউজগাড়ী এলাকার ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল, একটি হিরো কোম্পানির হাং যার নাম্বার হলো- বগুড়া-ল ১২৭০১২ ও বাজাজ কোম্পানির মালসার এন এস যার নাম্বার- ঢাকা মেট্রো-ল ৪৩৭৪৫৭। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বগুড়া সদর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

Check Also

আদমদীঘিতে ২৪ এর রঙে গ্রাফিতি পুরস্কার বিজয়ীদের মাঝে চেক বিতরন

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *