বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহামুদ শরীফ মিঠুকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য এক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য জনাব ভিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিটন শেখ বাঘা এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মীর ওসমান আলী শুভ শেট, সহ-সভাপতি আবু রায়হান, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, সাবেক ছাত্রদল নেতা জেমস,শ্রমিক দল নেতা আশরাফুল ইসলাম পুটু, বেকারি শ্রমিক ইউনিয়নের নেতা নূর মোঃ রাংগা,লেদ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ, এবং লেদ শ্রমিক নেতা সাজু আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান কমিটির কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রকেট, মোঃ মিঠু রহমান ও আব্দুল হাকিম। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাবু, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির, ধর্মীয় সম্পাদক শাওন ইসলাম, এবং সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক মানিক। কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রতন, আব্দুল কাদের ও ওমর ফারুকসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মাহামুদ শরীফ মিঠুর নেতৃত্বে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
