সর্বশেষ সংবাদ ::

আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়ার মিছিল ও স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ : ‎দেশব্যাপী বেসরকারি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ২০% বাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর ও জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা প্রশাসক বগুড়াকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়। স্মারকলিপি প্রদানের পূর্বে বগুড়ার উডবার্ন পৌরপার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক হেদাইতুল ইসলাম । প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষার মেরুদন্ড হচ্ছেন শিক্ষকেরা, তিনি বলেন শিক্ষকতা মহান পেশা হওয়া সত্বেও শিক্ষকদের দাবি দাওয়া মানতে সরকার তালবাহানা করছেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ৭৫% উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা না দেওয়া হয় প্রধান উপদেষ্টা , শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়ার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, অধ্যাপক আব্দুল ওয়াহাব, মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, ড. আবু সালেহ মামুন, অধ্যক্ষ ইমদাদুল হক, জাহাঙ্গীর আলম, আইনুল হক মন্ডল, নূর মোহাম্মদ, আব্দুল হালিম, লুৎফর রহমান, মিতালী সরকার, মোস্তাফিজুর রহমান, প্রভাষক রুহুল আমিন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক কর্মচারী, সাংবাদিক ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, তালবাহানা না করে অনতিবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি ২০% বাড়িভাড়া ৭৫% উৎসব ভাতা ১৫০০টাকা চিকিৎসা ভাতা প্রদান ,নন এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে এমপিওভুক্ত করণ, অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে । অন্যথায় শিক্ষক জনতাকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ ।

ক্যাপশন: আবাসন ভাড়া ২০ শতাংশ সহ বিভিন্ন দাবীতে সোমবার বগুড়া আদর্শ শিক্ষক ফেডারেশন শহরে বিক্ষোভ মিছিল বের করে ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।

Check Also

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *