সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লার ওপর হামলা ও গাড়ী ভাংচুর

বগুড়া সংবাদ : বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) আসনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।  সোমবার বিকেল  ৫টার  দিকে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারে হামলার ঘটনা ঘটে। নির্বাচনী গন সংযোগ কালে বিএনপির নেতাকর্মীরা  হামলা করেছে বলে দাবী করেছেন ডাঃ জিয়াউল হক মোল্লা। এতে বিএনপির সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  এসএস পাইপ, লাঠি এবং রামদা নিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করেন। এরপর তারা মাইক্রোবাসের জানালার কাঁচ ভেঙ্গে সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার ওপর আঘাত হানার চেষ্টা করেন।

এই হামলার ঘটনায় মৌখিক অভিযোগ দেওয়া হলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি বলে জানিয়েছেন কাহালু থানার ওসি সেলিম রেজা। ওসি বলেন, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে।’

এদিকে ডা. জিয়াউল হক মোল্লার কর্মীদের অভিযোগ বিএনপি’র স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়েছে।

হামলা প্রসঙ্গে ডা. জিয়াউল হক মোল্লা নিজ বাসায় সাংবাদিকদের বলেন, ‘হামলাকারীরা আমাকে হত্যা করতে চেয়েছিল। বিশেষ রাগ এবং ক্ষোভ থেকে আমার ওপর হামলা চালানো হয়েছে। ওপরের নির্দেশে এটা হয়েছে। নির্দেশ বাস্তবায়ন করেছে এলাকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এবং তার অনুসারীরা। আমরা হামলাকারীদের চিনেছি। তাদের কয়েকজনের দলীয় পরিচয় (বিএনপি) থাকতে পারে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। এটা সকলেই জানে যে বগুড়া-৪ আসন বিএনপি অধ্যুষিত এলাকা। আর ডা. জিয়াউল হক মোল্লা বিভিন্ন সময় বিএনপি এবং এর চেয়ারপার্সন খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলছেন। এটা হয়তো বিএনপিভক্ত সাধারণ জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে। তিনি হয়তো জনরোষের শিকার হয়েছেন।’

বগুড়া-৪ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা দীর্ঘদিন নিজ দলে উপেক্ষিত থাকার পর দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দেন। তিনি গত ২৯ নভেম্বর তার মনোনয়নপত্র দাখিল করেন। তারপর থেকেই তিনি তার কর্মীদের নিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ শুরু করেন।

Check Also

সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের  উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে  ধান সংগ্রহের লটারী ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *