সর্বশেষ সংবাদ ::

শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

বগুড়া সংবাদ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার বিকেলে বগুড়ায় দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম কুমার, প্রভাষক কামরুল হুদা উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সহ সভাপতি তোফায়েল আহমেদ তোহা, আতিক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্লাবন, সাংগঠনিক সম্পাদক নোমান আল সাব্বির।
প্রধান অতিথির বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সঠিক জনপ্রতিনিধি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষের কাছে যেতে হবে। মানুষের মাঝে দেশে উন্নয়নের যে ধারাবাহিকতা রক্ষা করতে হলে চেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নামলে জয় সুনিশ্চিত। শেখ হাসিনার উন্নয়নের জয়গান ছাত্রলীগের নেতাকর্মীদের গাইতে হবে। তাই বগুড়ার সকল উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ছাত্রলীগের নেতাকর্মীদের ঘরে বসে থাকলে চলবে না। তাদের মাঠেঘাটে কাজ করতে হবে। মানুষের মাঝে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে।
পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সহ সভাপতি মাহাবুবুল হক শাফিন, কাওসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, আসিফ শেখ, তানভীর রহমান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তানিন আহমেদ, মোহাইমিনুল হাসান মীম, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, পৌর ছাত্রলীগ নেতাজাকারিয়া পারভেজ, মারুফ, রোহান, আশিক, উজ্জল, শুভ, মেহেদী, আলিফ, জন, আকাশ, হাসিব, হুরাইরা, মোমিন, আহাদ, জীম সহ আরও অনেকে।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *