সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পীস স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বিকালে পীস স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার উদ্যোগে করতোয়া কনভেশন সেন্টারে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (সাবেক) প্রফেসর এম রফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাহমিদা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইন্টারন্যাশনাল পীস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ, পিস ফাউন্ডেশনের সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ আজিজুল হাকীম বাপ্পা, এম.বি.বি.এস, বি.সি.এস স্বাস্থ্য। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল ইসলাম, শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাসক ফজলুল হক, পরিচালক শাহিন আলম, কে এম আতিকুর রহমান, মিজানুর রহমান রায়হান, দেলাওয়ার হোসেন সাঈদী, আবু রায়হান উজ্জল ও শাহাদাত হোসেন । এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিক আশিকুর রহমান, গাজী আনাছ, মেহেদি হাসান,সুদীপ্তা তামান্না,শারমিন আক্তার, নুর ফাতেমা।  কনফারেন্সে পীস স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা কনফারেন্সে আগত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। পরিচালকদের পক্ষ থেকে আগাম ভর্তি ফি’তে বিশেষ ছাড়  ঘোষণা করা হয়।  বিস্তারিত তথ্যের জন্য পরিচালকবৃন্দ  পীস স্কুল ও কলেজের জানে সাবা হাউজিং কমপ্লেক্স,জামিলনগরে যোগাযোগ করতে আহবান জানান।
ক্যাপশন: শনিবার করতোয়া কনভেনশন সেন্টারে পীস স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

Check Also

বগুড়ায় ৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শনিবার বগুড়া শহরের নুরানী মোড়ে ৪নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *