সর্বশেষ সংবাদ ::

বগুড়া গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান বলেছেন রাজনৈতির পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের কাজ করতে হবে। সেই লক্ষে তিনি ২৬বছর পূর্বে জিয়াউর রহমান ফাউন্ডেশনে নামে একটি সেচ্ছাসেবী সংগঠন শুরু করেন। এর ধারাবাহিকতায় এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। তিনি আরও বলেন আগামীতে দল ক্ষমতায় আসলে সারা বাংলাদেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। বগুড়া গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী শহীদ জিয়া কলেজ মাঠে ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে ভার্চুয়েলী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জোবাইদা রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মো: লুৎফর রহমানের সঞ্চলনায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন,
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এম পি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: শাহ মো: শাহজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, কাডিওলজি ডা: মনোয়ারুল কাদের বিটু,ডা: নাহীদ মুরাদ, আমরা জিয়া পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন প্রমূখ। এসময় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনে দিনব্যাপী ফ্রি চিকিৎসায় প্রায় ৮০ জন ডাক্তার বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন। এতে প্রায় ৭হাজার রোগীকে চিকিৎসা ও বিন্যামূল্যে ঔষধ দেওয়া হয়।

 

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *