
বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে ববগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে ১১নং ওয়ার্ড জামসায়াতের নির্বাচনী মতবিনিময় সভা ওয়ার্ড আমীর মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।। ওয়ার্ড সেক্রেটারী মোঃ সাদ্দাম হোসেন শিশির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বগুড়া শহর শাখার সেক্রেটারী অধ্যাপক আ স ম মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ২ নং জোনের টিম সদস্য অধ্যাপক মোঃ আজহার ইসলাম, পেশাজীবি বিভাগের সহ সভাপতি শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল গাফফার ওয়ার্ডের ওলামা বিভাগের সভাপতি মাওলানা অধ্যাপক আবু তৈয়ব, তরবিয়ত সেক্রেটারী এনামুল হাসান, ওয়ার্ডের রুকন হাবিব, যুব বিভাগ ইউনিটর সভাপতি আতাউর,সেক্রেটারী রেদোয়ান ইসলাম রিজু,ইউনিট সভাপতি আঃ খালেক, মামুন,হান্নান, হেলাল, সেক্রেটারী,আঃ বক্কর, রাকিব, রুহুল আমিন প্রমুখ।