
বগুড়া সংবাদ : শনিবার সকালে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন জামায়াতের ভোট কেন্দ্র দায়িত্বশীল কর্মশালা ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী আব্দুল খালেকের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন। আরো বক্তব্য রাখেন মাওলানা মোখলেচুর রহমান, হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবেনা। হাত পা ভেঙ্গে দিবে। আমরা বলতে চাই কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায়না। আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। দাড়িপাল্লায় ভোট দিতে বলবেন। কুরআনের দাওয়াত পৌঁছে দিতে জামায়াত কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগনের পালস্ বুঝতে হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে। দেশের জনগণ আর একটি ফ্যাসিবাদ কোন অবস্থাতেই মেনে নিবেনা, যার প্রমান হল বৃহৎ ক্যাম্পাস সমূহে নির্বাচন। সমস্ত চাপ উপেক্ষা করে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকল কর্মীদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে।