সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে ১৮অক্টোবর শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি(উপজেলা কেন্দ্রীয় মন্দির) চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বসাক এবং যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মোস্তাফিজুর রহমান, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ রায়, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ার উল আজাদ লিটন প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ সহ উপজেলার ৪৪টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দুইটি ক্যাটাগরিতে ৩টি করে মোট ৬টি পুরস্কার পূজা মন্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

Check Also

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা দলীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *