সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কালের কণ্ঠের ফটোসাংবাদিক ঠান্ডা আজাদের ভগ্নিপতির মৃত্যু

বগুড়া সংবাদ : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফটোসাংবাদিক ঠান্ডা আজাদ এর ভগ্নিপতি ও দইঘরের সত্বাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী আহসানুল কবীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন। তিনি শুক্রবার (১৭ অক্টোবর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মৃত্যুবরণ করেন। মরহুম আহসানুল কবীর শহরের মালতিনগর পাইকারপাড়া এলাকার মরহুম ডাঃ একরাম হোসেন এর দ্বিতীয় পুত্র ও ঝাউতলা এনাম দইঘরের স্বত্বাধিকারী এনামুল হক এর বড় ভাই। তিনি মস্তিস্কের স্টোকে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকায় চিকিৎিসাধীন ছিলেন। এরপর গত বৃহস্পতিবার তাঁকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মরহুম আহসানুল কবীর বগুড়া দইঘরের স্বত্বাধিকারী ছিলেন। বগুড়ার দইকে সারাদেশে বিপননের জন্য সরায় বিক্রি শুরু করেছিলেন তিনি। দেশজুড়ে তাঁর দইয়ের খ্যাতি ছিল। তিনি দই ব্যবসা করে বগুড়াবাসীকে তাক লাগিয়েছিলেন। তার দইয়ের সুনাম ছিল মানুষের মুখে মুখে। এই গুণীজনের মৃত্যুতে বগুড়ায় শোকের ছায়া নেমেছে। শনিবার (১৮ অক্টোবর) বাদ যোহর মরহুম এর নামাজে জানাযা শেষে ভাই পাগলা মাজার সংলগ্ন দক্ষিণ বগুড়া কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক দিনকাল ও বাসস এর সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, দৈনিক সমকাল এর উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, জয়যুগান্তরের ফটোসাংবাদিক মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ প্রতিদিন এর অফিস সহকারী আমিনুর প্রামানিক প্রমুখ।

 

 

 

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *