
বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আগামী ২৭ অক্টোবর ২০২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ১৩ অক্টোবর সোমবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বগুড়া জেলা যুবদলের অধীনস্থ উপজেলা ও পৌর যুবদলের সুপার-৫ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি আলী রেজা রনু, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজাউল ইসলাম সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক এ্যারিঞ্জ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক রুপম, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক রেদওয়ানুল হক হৃদয়, পশু পালন ও মৎস বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুম মিয়া, সহ-শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মামুনুর রশীদ মামুন, সহ-ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক শাকিল হোসেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমিন, সদস্য সাব্বির হোসেন, মোহিন মিজান, সজল হোসাইন রহমত সহ শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ নেতৃবৃন্দ।