
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। গত ৯অক্টোবর স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক মাসুম আলী বেগ স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়নের অভিযোগে জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর৩৯(১৩) ধারার বিধান অনুযায়ী অপসারণ করে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়