
বগুড়া সংবাদ : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশোমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩অক্টোবর সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অগ্নিকান্ড বিষয়ক মহড়ার ওপর বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের সাব অফিসার মাসুদ পারভেজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, নূর মোহাম্মাদ আবু তাহের, জিয়ানগর ইউপি প্রশাসক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।