
বগুড়া সংবাদ : “সম্বলিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস/২৫ইং উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, নারহট্র ইউ পির প্যানেল চেয়ারম্যান গোলঅম রব্বানী আকন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইফতেখার রসুল সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোর্শেদা আখতার বানু, উম্মে মালিহা মমতাজ, কাহালু মডেল প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ, উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি শংকর চন্দ্র সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।