
বগুড়া সংবাদ :সুশিক্ষায় অভিভাবএক ও সমাজের ভূমিকা অনস্বীকার্য’ শীর্ষক সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার সোনাতলা বড় বাজারের পূর্ব পাশে হ্যাভেন টাচ্ ইসলামিক স্কুলে অভিভাবকদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের ডিরেক্টর এন্ড প্রিন্সিপাল মোছাঃ মমতাজ খাতুন। বক্তব্য দেন স্থানীয় ইসলামী ব্যাংক পিএলসি’র ফাস্ট এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মতিউর রহমান,বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ডা.নূরুল আমিন সরকার ও স্থানীয় সংবাদকর্মি জাহিনুর ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু ও এস্পা সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম-সহ অনেকে। পরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।