বগুড়া সংবাদ : “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বুধবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবিব।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আকতার খানম, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, জেন্ডার প্রোমোটার সিমা খাতুন, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ সরকার, শিক্ষার্থী স্বরন প্রমূখ। আলোচনা সভা শেষে কন্যাশিশু দিবসে সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
