সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ  :বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ আলিফ (২১) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদমদীঘি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহনাফ তাহমীদ আলিফ উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকার আব্দুস সালামের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আদমদীঘি থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো   অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে   বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় মঙ্গলবার সকালে আহনাফ তাহমীদ আলিফকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আহনাফ তাহমীদ আলিফকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে পাবনা জেলা দলকে পরাজিত করে বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত

বগুড়া সংবাদ : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের রবিবার বগুড়া ভেনুর খেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *