সর্বশেষ সংবাদ ::

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শেরপুর (বগুড়া): ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্ঠার দীপ্তি’ স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। ররিবার (৫ অক্টোবর) সকালে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মাহমুদল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম । প্রধান অতিথি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়াার মূল শক্তি। এই পেশায় মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারি। শিক্ষকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উলিপুর আমেরিয়া সমুতুল্যা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, শেরপুর সরকারি কলেজের প্রফেসর আলী হাসান, প্রভাষক আশরাফ‚ল আলম, সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন বিপ্লব, সেরুয়া আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জিন্না, এসআর গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, সভা সঞ্চালনায় ছিলেন পাচঁদেওলি মেমোরিয়া হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গির হোসেন। সভায় বক্তাগন শিক্ষকদের ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মিলিত চেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশ^ শিক্ষক দিবসের র‌্যালি ও আলোচনা সভায় শেরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন অংশগ্রহন করেন।

Check Also

গোল্ডেন না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

  বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পাওয়ার হতাশায় গলায় ফাঁস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *