সর্বশেষ সংবাদ ::

বিএনপি ও ধানের শীষকে ভালোবাসে তাদেরকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে-বাদশা

 

বগুড়া সংবাদ : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, যারা বিএনপি ও ধানের শীষকে ভালোবাসে তাদেরকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। মনে রাখতে হবে সুযোগ সন্ধানী, ফ্যাসিস্টের দোসরা ও সন্ত্রাসীরা বিএনপির পতাকা তলে আশ্রয় না পায় সেজন্য সজাগ থাকতে হবে। দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই সংগ্রাম করে হাসিনা উৎখাত করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে গিয়েছে নির্যাতানের শিকার হয়েছে। তিনি আরো বলেন, একটি দল পিআর এর নামে আগামী ফেব্রুায়ারিতে নির্বাচন বানচাল করতে চায়। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ ভোটের অধিকার ফিরে পাক সেটা তারা চায় না। ৩ অক্টোবর শুক্রবার বিকালে সেউজগাড়ী আমতলা মোড়ে বগুড়া শহর শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন এর উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলীর সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন এর উদ্বোধন করেন শহর বিএনপির সভাপতি এ্যাড মোঃ হামিদুল হক চৌধুরী হিরু। ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, বিএনপি নেতা ফজলু তালুকদার, শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, প্রকাশনা সম্পাদক আফজাল শেখ নাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মিলন আখন্দ, সহ দপ্তর সম্পাদক এনামুর রশিদ চন্দন, সহ প্রচার সম্পাদক তাইজুল ইসলাম মুন্না, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক শানভীর আহমেদ শয়ন, সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক সরোয়ার আহমেদ লিটন, সহ ধর্ম সম্পাদক আব্দুল গোফফার, জেলা যুব দল প্রচার সম্পাদক রাশেদুর রহমান, সাবেক কাউন্সিলর রঞ্জনা বেগম, জেলা যুব দল সহ সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, জেলা ছাত্র দল সহ সভাপতি রুমন হাসান রিমন, সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতন, জেলা যুব দল শ্রম সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্ড যুব দল সভাপতি সবুজ সাকিদার, সাধারণ সম্পাদক সাকিবুর রহমান সাকিব, ওয়ার্ড বিএনপি নেতা কোরবান আলী, বেলাল হোসেন, আবদুল আলীম, শমশের আলী, নিয়াজুল ইসলাম , শাহিনুর ইসলাম শানু, সাব্বির হোসেন, পলাশ, সৌরভ হোসেন, মোঃ খোকন, সাবেক ছাত্র নেতা সামসুদ্দোহা পাভেল, ছাত্র নেতা রাফিউল হায়দার, স্বেচ্ছাসেবক দল সাগর কুমার রায়, মোঃ সহিদ , সহ বিএনপি এবং অংগ ও সহযোগি সংগঠন এর নেতৃবৃন্দ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *