সর্বশেষ সংবাদ ::

বগুড়া সাংস্কৃতিক পরিষদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

 

বগুড়া সংবাদ: শুক্রবার সকাল ৯টায় বগুড়া সাংস্কৃতিক পরিষদের বগুড়া মহানগর শাখার শিল্পী সমাবেশ সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় বগুড়ার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের পৃষ্ঠপোষক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা সরকারী শাহসুলতান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ এমদাদুল হক। আরো বক্তব্য রাখেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কণ্ঠ শিল্পী মেহেদী হাসান, কবি অধ্যাপক সিরাজুল ইসলাম, গীতিকার মাহবুল আলম পাশা, মিজানুর রহমান, জুলকার নাইন রায়হান, কবি হাসান রুহুল, কবি আখতার ইবনে জওহর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিল্পীদের জেলে ভরিয়া ক্ষমতা পাকাপোক্ত করার চেস্টা করেছিলো। কিন্তু হাজার হাজার ছাত্র-জনতার পাশাপাশি শিল্পী সমাজের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর নতুন কাউকে ফ্যাসিবাদ হতে দেয়া যাবেনা। কারণ শিল্পী সমাজের জেগে উঠেছে। কেউ ফ্যাসিবাদী হয়ে উঠার চেষ্টা করলো ছাত্র-জনতা ফের রাজপথে নেমে আসবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত কাজ করছে। জামায়াতের আহ্বানে জনতার ব্যাপক সাড়া মিলছে। মানুষ পরিবর্তন চায়, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চায়। জাতির সেই আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে আস্থা ও ভালোবাসার প্রতীক। নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল স্তরের শিল্পী সমাজের এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *