সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদরে কুকরুল এলাকায় জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সংবাদ: বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকায় জমি দখল, হয়রানি, জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। শুক্রবার সকালে কুকরুল বাজার সংলগ্ন সড়কে এ মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক নারী-পুরুষ।

বক্তারা অভিযোগ করেন, নাজমুল হক সোহেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল করছেন। তারা তাকে “কুখ্যাত ভূমিদস্যু ও দখলবাজ” আখ্যা দিয়ে বলেন, সোহেল স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনের বিয়াই হওয়ায় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নিরীহ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, শুধু জমি দখল নয়, সোহেল ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং শারীরিক নির্যাতনের মতো কর্মকাণ্ডও চালিয়ে আসছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, র‌্যাব-১২ ও সদর থানায় একাধিক লিখিত অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা পাননি তারা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কিন্তু বিচার পাচ্ছি না। প্রশাসনের কাছে জানতে চাই—আর কত নির্যাতন সহ্য করলে আমাদের সুরক্ষা মিলবে?”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাফুজার রহমান, মেহেদী হাসান, ফাতেমা খাতুন, হাবিবা খাতুন, আব্দুল মজিদ, জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম, বাবলু মিয়া ও হাবিল উদ্দিনসহ অন্তত অর্ধশতাধিক ভুক্তভোগী।

ভুক্তভোগীদের দাবি জমি দখল বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ অভিযুক্ত নাজমুল হক সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণ মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Check Also

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

বগুড়া সংবাদ : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *