সর্বশেষ সংবাদ ::

অবশেষে দুই পক্ষের সমঝোতা কাহালুর ঐত্যিবাহী নলডুবি মাজারের ৩৩ সদস্য বিশিষ্ট ওরশ পরিচালনা কমিটি গঠন

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার কাহালু থানায় সর্বসম্মতি ক্রমে কালাই ইউনিয়নের ঐত্যিবাহী নলডুবি হযরত সৈয়দ খাজা মোহাম্মদ মোকারম কালিমী চিশতির মাজারের ৩৩ সদস্য বিশিষ্ট
ওরশ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কালাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক মুনসুর রহমান, কালাই ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মিন্টু সহ অত্র মাজার কমিটির সভাপতি/সম্পাদক, সদস্যবৃন্দ, অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ওরশ পরিচালনা কমিটির সমঝোতা করেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম। উল্লেখ্য যে, কাঁসার পাতিল, কুড়াল ও গাছ বিক্রি করাকে কেন্দ্র করে বর্তমান নলডুবি মাজার কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ বরেন স্থানীয় লোকজন। শুধু তাই গত শুক্রবার ওই কমিটি বিরুদ্ধে মাইকিং করে মাজারে মিটিং এর ব্যবস্থা করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা নলডুবি মাজারে তদন্ত (ওসি) আশরাফুল ইসলামকে পাঠিয়ে দেন। তদন্ত (ওসি) দুই পক্ষকে ডেকে মাজারে কোন মিটিং না করার পরামর্শ দিয়ে শরিবার সকালে থানায় আসতে বলেন। দুই পক্ষের লোকজন সর্বসম্মতি আগামী ১ মার্চ নলডুবি
মাজারের ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে ঐত্যিবাহী নলডুবি মাজারের ৩৩ সদস্য বিশিষ্ট ওরশ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

Check Also

বগুড়ার মালতিনগরে বসতবাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া তাসনিম বুশরা (১৪) নামের মেয়ে টি মারা গেছে

বগুড়া সংবাদ : বগুড়ার মালতিনগরে বসতবাড়িতে বিস্ফোরণে দগ্ধ হওয়া তাসনিম বুশরা (১৪) নামের মেয়ে টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *