
বগুড়া সংবাদ: রোববার বাদ মাগরিব বগুড়ার কাহালু রেলওয়ে স্টেশন জামে মসজিদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু পৌর শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সিরাত মাহফিলের আয়োজন করা হয়।
সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও কাহালু পৌর নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা।
উক্ত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।
সিরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, সেক্রেটারী আলহাজ্ব শহীদুর রহমান সবুজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সহকারি সেক্রেটারী মাহমুদুন্নবী (শামীম), বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার আমীর কাজী ফেরদৌসুর রহমান, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারী আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু পৌর শাখার সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।