
বগুড়া সংবাদ: কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির মেয়াদ পূর্ণ হওয়ার পরও আগামী ৪ সেপ্টেম্বর অত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মিটিং ডাকায় ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (আইসিটি) ও অত্র সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু রেজা (রিপন)। মিটিংকে কেন্দ্র করে চলছে টানটান উত্তেজনা ।
কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু হাসান প্রামানিক আহবায়ক কমিটির নিকট হতে গত ১৯/০৭/২২ইং তারিখে দায়িত্ব বুঝিয়ে নেন। রেজুলেশনে উল্লেখ করা হয়েছে নিয়মিত কমিটির কাছে আহবায়ক কমিটি দায়িত্ব হস্তান্তরের পরবর্তী দিন হতে ৩ (তিন) বছরের জন্য কার্যকর হবে। রেজুলেশন মোতাবেক উক্ত কমিটির মেয়াদ পূর্ণ হয়েছে।
কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু হাসান প্রামানিক এর সাথে কথা বলা হলে তারা জানান, আমরা আহবায়ক কমিটির নিকট হতে দায়িত্ব বুঝিয়ে নিয়েছি ১৯/০৭/২২ইং তারিখে কিন্তু সমিতির প্রথম মিটিং করেছে গত ১৯/০৯/২২ইং তারিখে। তারা আরও জানান, সুতরাং আমাদের কমিটির মেয়াদ পূর্ণ হয়নি, এখনো পর্যন্ত আমরা অত্র সমিতির বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব এর সাথে বলা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।