
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী ,বগুড়া) : বগুড়ার গাবতলীতে লন্ডন প্রবাসীর নিলিমা লজ নামের বিলাসবহুল বাড়িতে ডাকাতি হওয়ার ঘটনায় গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পৌরসভাধীন জয়ভোগা পশ্চিমপাড়া আকন্দ পাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, জয়ভোগা গ্রামের মৃত শামসুল বারী আকন্দর ছেলে সুফি মাহমুদ আকন্দ দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করেন। তার বড় ভাই লতিফুল বারী তুহিন পরিবার নিয়ে ঐ বিলাসবহুল বাড়িতে বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। ১সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে তিন টায় একদল ডাকাত প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে সকলের হাত পা বেধে আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার ও নগদ ১০লক্ষ টাকা নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই লতিফুল বাড়ি তুহিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাবতলী মডেল থানার সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান,ও মডেল থানার ওসি সেরাজুল হক।