
বগুড়া সংবাদ :বগুড়ায় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ০৫ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের সামনে মেন গেট হতে প্রায় ৩০০ গজ পূর্বে রেললাইনে ফুচকা বিক্রেতা আব্দুল বারি নিরব (৩০)-কে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নিরবের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আলীর হাট গ্রামে। তার বাবার নাম আজিজ।