
বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে হামিদুল ইসলাম এক কৃষকের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের ডহরপুর গ্রামের এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টা সময় উপজেলা সদরের ডহরপুর গ্রামের কৃষক হামিদুল ইসলামের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে চোরেরা গোয়াল ঘরে প্রবেশ করে। পরে চোরের দল গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে কৃষক হামিদুল ইসলাম জানায়, আমি প্রতি দিনের ন্যায় গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ২টা সময় চোরের দল গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গরু গুলো চুরি করে নিয়ে যায়। হামিদুল ইসলামের দাবি চুরি হওয়া ৬টি গরুর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পরও চুরি যাওয়া গরু গুলোর সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এক সাথে তাঁর এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। তিনি সহ তাঁর পরিবারের লোকজন গরুর সন্ধান চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।