
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন ইউএনও ও অত্র ইউ পির উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত অর্থের ক্রয়কৃত সেলিং ফ্যান ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের হাতে সেলিং ফ্যান বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, ইউ সচিব টি এম হেলাল হাফিজ, ইউ পি সদস্য আনিছুল রহমান, যবিবুর রহমান যবু, সাঈদী সরদার, আলেফ উদ্দিন পুটু, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।