
বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া) : গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ জিপিএ-৫ প্রাপ্ত ২৫জন ছাত্রকে সংবর্ধনা প্রদান ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা স্কুল সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোরশেদ মিলটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মডেল থানার ওসি সেরাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমদাদুল হক। শিক্ষক রিয়াদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোরশেদ খাজা, শিক্ষক ছামছুল আলম, মিজানুর রহমান মিজান, আব্দুল বারী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান, অভিভাবক আতিকা বেগম, ছাত্র ফারহান সাদিক, আশিক রহমান, আলী আজম, আব্দুর রহমান প্রমুখ। এসময় লাঠিগঞ্জ কলেজের শিক্ষক আব্দুল গফুর টুকু, গাবতলী মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, এমআরএম স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মোস্তাসহ শিক্ষক-অভিভাবক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ২৫ জন ছাত্রকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে পাইলট স্কুল চত্বরে বিদ্যালয় ক্যান্টিন উদ্বোধন করেন।