সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে : আবিদুর রহমান সোহেল

বগুড়া সংবাদ :বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ বুধবার রাতে বগুড়া শহর অফিসে অনুষ্ঠিত হয়। সমাবেশে বগুড়া পৌরসভার ২১ টি ওয়ার্ড ও সদর এলাকার ইউনিয়ন আমীর সেক্রেটারীগণ অংশ গ্রহণ করে। সমাবেশে বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা নুরুল ইসলাম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বেগ, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, পিআর পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে। আর এ পদ্ধতি অধিকতর গ্রহণযোগ্য পদ্ধতি। তাই আগামীতে সকল নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতির নির্বাচন যৌক্তিক ও বৈজ্ঞানিক।  তাই এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে। অল্পের জন্য হেরে গেলে সেসব ভোটের মূল্যায়ন হয় না। ফলে ভোটারদের ভোটের যথাযথ মূল্যায়নের সুযোগ থাকে না। আর প্রচলিত পদ্ধতিতে ক্ষমতাসীনদের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে। তাই আগামী দিনে দেশে প্রকৃত গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি নতুন এ পদ্ধতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন আরপিও সংশোধনের আহবান জানান। সমাবেশে শহর আমীর সকল ভোট কেন্দ্র কমিটি গঠন সম্পর্ণ করা ও নির্বাচনী সভা সমাবেশ অব্যাহত রাখার আহবান জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *