
বগুড়া সংবাদ : বগুাড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্থা মিলনায়তনে পবিত্র কুরআন খানি আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার দ্বিতীয় সহ-সাভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। সংস্থার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন তৃতীয় সহ-সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক । প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় কবি ও বিদ্রোহী কবি “কাজী নজরুল ইসলাম” এর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি এ কে আজাদ। আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদদ্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কাজী ফজলুল করিম রাজু, মাওলানা মোঃ রুহুল আমিন, মোঃ আরেফ বিল্লাহ বিলু, মোঃ ইসরাফিল হোসাইন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম ও তাঁর পরিবারের মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দু’আ করা হয়।