সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

it

বগুড়া সংবাদ :  বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর। তিনি বলেন গত ২৬ তারিখে আমাকে জড়িয়ে রুহানী জান্নাত দিং যে বক্তব্য দিয়েছে তাহা শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট করার জন্যই করা হয়েছে। আমি উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। যে সম্পত্তির কথা বলা হয়েছে এই সম্পত্তি সি.এস এবং এম.আর.আর মূলে মালিকের ওয়ারিশগণ বিগত ২৫/০৩/২০১৩ ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৬৪১৫ নং অপ্রত্যাহার যোগ্য আমমোক্তার নামা দলিলমূলে আমাকে আমমোক্তার নিযুক্ত করেন। আমি তাদের পক্ষে খাজনা খারীজ, পৌর-হোল্ডিং, পৌর প্লান অনুমোদন নিয়ে সেটেলমেন্ট জরিপের ৩১ ধারায় আপিল কেসের মাধ্যমে অবৈধভাবে দখল ভোগ কারীদের ডিপি কর্তন হয়ে আমাদের নিজ নামে ৫১১৫ এবং ৭৮১৮ পৃথক ডিপি হয় এবং তাহার মন্তব্য কলামে জোরদখলকারী হিসেবে সংবাদ সম্মেলন কারীদের মৌরস পিতাদের নাম উল্লেখ করেছেন। উক্ত সম্পত্তি আমি আমমোক্তার হিসেবে বিগত ০২/০৪/২০১৩ ইং তারিখ ৬৮৯১ নং এবং ২/৫/১৩ ইং তারিখ ৯১৩২ নং রেজিঃ কৃত কবলা দলিল মূলে সমুদয় জমি হস্তান্তর করি। অবৈধভাবে দীর্ঘদিন যাবত ভোগদখলকারী অর্থাৎ সংবাদ সম্মেলন কারী দিং আমাকে ১নং বিবাদী করিয়া বিজ্ঞ আদালতে মামলা নং-১৮০/১৩ অন্য যাহা ওদালত পরিবর্তন হয়ে পরবর্তীতে ১৫৮/১৮অন্য এবং ১৯৮/১৩ অন্য দায়ের করিলে দীর্ঘ ১২ বছর অ ইনি মোকাবেলা করার পর বিজ্ঞ আদালত সকল বিষয়ে পর্যালোচনা করিয়া পৃথক পৃথক ভাবে ২টি মামলায় আমার পক্ষে রায় দেন। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেয় যে তাদের কোন মালিকানা নেই।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *