
বগুড়া সংবাদ : রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় গৃহবধূ ফাহিমা আক্তার (৪৪) স্বামীর হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ফাহিমা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মন্ডলের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিমার স্বামী মিনারুল আকবর (৫৩) দীর্ঘদিন বেসরকারি চাকরিতে কর্মরত ছিলেন। গত এক বছর আগে চাকরি হারিয়ে বাসায় অবস্থান করতে থাকেন। এ সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরকীয়ায় জড়িয়ে যান। এসব বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে।
ঘটনার দিন (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্বামীর পরকীয়া নিয়ে প্রতিবাদ করলে মিনারুল ক্ষিপ্ত হয়ে ফাহিমার মাথা ও শরীরে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে মাথা দেয়ালে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন হাবিবা খাতুন বাদী হয়ে মিনারুল আকবরকে একমাত্র আসামি করে রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত স্বামীকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।