সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে খুচরা ব্যবসায়ীর গুদামে ১ হাজার ৭০ বস্তা সার জব্দ ; ভ্রাম্যমান আদালতের জরিমানা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বিকালে বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজারে এক খুচরা সার ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।   অভিযানে এক হাজার ৭০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়ে। জব্দ করা সারের ডিলার পর্যায়ে মুল্য ১০ লাখ ছয় হাজার পাঁচ শত টাকা।

জানা গেছে, উপজেলার মুরইল বাজারের রাইকালী  রোডে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামক কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী হাজী আশরাফ আলী মৃধা দীর্ঘ দিন ধরে গুদামে বিপুল পরিমান ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত করে উচ্চ মুল্যে সার ব্যবসা করেছিলেন। উপজেলায় উপজেলা কৃষি অফিসার গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে অবহিত করেন। এরপর এদিন বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট   নিশাত আনজুম অনন্যা । অভিযানের সময় একটি ট্রাকে বোঝাই করা অর্ধ ট্রাক এবং গুদামে থাকা আট শত বস্তা এমওপি, একশত ৭০ বস্তা ডিএপি এবং একশত বস্তা টিএসপি সার আটক ও জব্দ করার পাশাপাশি অবৈধ মজুদারীর অপরাধে ২০০৬ সালের সার আইনে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায়   করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রবিউল ইসলামসহ বিপুল সংখ্যক সেনাবাহিনীর ও পুলিশ সদস্য।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *