সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ঋণ খেলাপীর মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

বগুড়া সংবাদ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার তিনটি মামলায় পুলিশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের বিশিষ্ট তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেল (৩৮) কে গ্রেফতার করেছে। তিনি মহাস্থানের মেসার্স এস কে ট্রেডার্স এর স্বত্বাধীকারী ও বগুড়া শহরের মালগ্রাম প্রাইমারী স্কুল লেনের মৃত আব্দুস সবুর এর পূত্র । পুলিশ জানিয়েছে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে । ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখার ব্যবস্থাপক তৌহিদ রেজা জানান, ২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় সাত কোটি টাকা ঋণ খেলাপী হয় । পরে ব্যাংক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে মালগ্রামের বাসা থেকে মোবেল গ্রেফতার করা হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *