
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা,শিবগঞ্জ ,বগুড়া): বগুড়া শিবগঞ্জে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে রায়নগর মশলা গবেষণা কেন্দ্রের সভাকক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্য সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, নাগরিক ঐক্য উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, মশিউর রহমান পিয়াল, সাইদুর রহমান সাগর, হারুনুর রশিদ, মাহবুব মোর্শেদ হিরা, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, সাবেক ইউপি সদস্য তোফা, শাহিন মিয়া, যুব ঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারন সম্পাদক তৌহিদ সহ সভায় ১২টি ইউনিয়নে নাগরিক ঐক্যর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।