সর্বশেষ সংবাদ ::

হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন ধুনটে কৃতি সন্তান ব্যারিস্টার শাহীন

বগুড়া সংবাদ : ( ইমরান হোসেন ইমন, ধুনট বগুড়া)
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইজীবি ধুনটের কৃতি সন্তান ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের বাসিন্দা। তিনি বেলকুচি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে তার নানার গড়া ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ^ বিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স এবং ঢাকা বিশ^ বিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রী অর্জনের পর উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান তিনি। এরপর লন্ডন বিশ^ বিদ্যালয় থেকে এলএলবি, ইষ্টলন্ডন থেকে অনার্স এবং ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন।

ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন ধুনট উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশে দীর্ঘ বছর ধরে ব্যারিস্টার স্কলারশীপ প্রদান করে আসছেন। এছাড়াও তিনি নিজ উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা সহ বিপদগ্রস্থ মানুষের জন্যেও কাজ করে যাচ্ছেন।

 

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *