সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে ৩দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :  মঙ্গলবার ২৬ আগষ্ট বগুড়ার গাবতলী উপজেলা উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসাবে  ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শেষে  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। বিশেষ অতিথির বিভাগীয় বন কর্মকর্তা মাতলুবুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদ, মডেল থানার ওসি সেরাজুল হক, জামায়াতের উপজেলা আমির মাওলানা ইউনুস আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, নারুয়া মালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, উপজেলা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরমান আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন একাডেমীক সুপারভাইজার রাশেদা খানম। মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলের চারা গাছ বিতরণ করা হয়। মেলায় মোট ২৫টি স্টলে ফলদ ও বনজসহ বিভিন্ন জাতের চারা গাছ নার্সারী ব্যবসায়ীরা বিক্রি করছেন। সর্বশেষে নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে পাঁচশত জন ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ কর হয় ।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *