সর্বশেষ সংবাদ ::

এস এম টাওয়ারের উদ্ভুত পরিস্থিতি নিয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সন্মলন

বগুড়া সংবাদ : বগুড়া শহরের জলেশ্বরীতলায় অবস্হিত এস এম টাওয়ারের উদ্ভুত পরিস্থিতিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি  অভিযোগ করেন জলেশ্বরীতলাস্থ সুত্রাপুর মৌজার সি এস ৬০ জে.এল নম্বর ৮২ এম আর আর ১০১ খতিয়ানে অবস্থিত এস এম টাওয়ারের ষষ্ঠ তলা ও চতুর্থ তলার মালিক। গত ১১/০৭/২০২৫ ও ১২/০৭/২০২৫ তারিখে আমরা অনুপস্থিত থাকার সুযোগে জায়গার মালিকপক্ষ জয়নালের স্ত্রী সৈয়দা নুজাহাত সুলতানা, তার ছেলে সৈয়দ আল যুবায়ের আবেদীন ও শ্যালক মেহেদী হাসান অজ্ঞাত নামা আরো ২০-২৫ জনকে সাথে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে প্রথমে জহুরুল ইসলামের মালিকানাধীন ষষ্ঠতলা ফ্লাটের শাটার, ৩টি কাঠের দরজা ও প্রাচীর ভেঙে ফ্লাট দখলের চেষ্টা করে এবং ফ্ল্যাটের রক্ষিত মালামাল লুট করে। এরপর তারা ডেভেলপার মঞ্জুজুরের মালিকানাধীন চতুর্থ তলায় ডেভলপার অফিসটি ভাঙচুর করে দখলের চেষ্ট। নেয়। এ খবর আমাদের কাছে পৌঁছলে আমরা স্বল্পতম সময়ের মধ্যে বগুড়ায় ফিরে অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি। থানা প্রশাসন উভয়কে মোট তিনবার থানায় তলব করে কিন্তু প্রতিবার আমরা প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় উপস্থিত হলেও অভিযুক্ত সৈয়দা নুজাহাত সুলতানা বা তার পক্ষে কোন লোক উপস্থিত হয়নি। গত ১০-০৮-২০২৫ তারিখে আমরা বগুড়া সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মকদ্দমা দায়ের করি। সর্বশেষ গতকাল ২২/০৮/২০২৫ তারিখ রাতেও থানায় বসার কথা ছিল। অভিযুক্তরা আসতে চেয়েও আসেনি। এমনতাবস্থায় আমরা বিচারের দীর্ঘসূত্রিতায় ও প্রশাসনের ধীরগতিতে ভীষণ হতাশ এবং সীমাহীন নিরাপত্তাহীনতার ভেতর দিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। আমরা আশঙ্কা করছি যে কোন মুহূর্তে উদ্‌ভূত পরিস্থিতিতে রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হতে পারে। বিধায় বিষয়টির প্রতি প্রশাসনের আশু সুদৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার দাবি জানচ্ছি।

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *