সর্বশেষ সংবাদ ::

ধুনটে স্কুলের শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের অশ্লীল ভিডিও ভাইরাল

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের শ্রেণী কক্ষে দুই শিক্ষার্থীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুদ্ধ প্রতিক্রীয়া ব্যক্ত করেছেন অভিভাবক সহ সচেতন মহল।

গত বৃহস্পতিবার ‘বিনোদন ডটকম’ নামে একটি ফেসবুক আইডিতে ওই ভিডিওটি প্রচার করা হয়। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শ্রেণী কক্ষে সিভিল ড্রেস পরিহিত এক কিশোর স্কুল ড্রেস পড়–য়া এক ছাত্রীকে চুম্বন করছে। পাশে বসেই দৃশ্যটি উপভোগ করছিল আরেক ছাত্রী। এই আপত্তিকর ভিডিটিও মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ভিডিওটি ধুনট উপজেলার সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের শ্রেণী কক্ষে ঘটেছে বলে দাবি করে ‘বিনোদন ডটকম’ নামে একটি ফেসবুক পেইজ থেকে পোস্ট দেওয়া হয়। এর পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে এবিষয়ে সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের পরিচালক শাহ আলম বলেন, এই স্কুলে নার্সারী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। ভিডিওটি দেখে অভিযুক্তদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, বিষয়টি মৌখিক শুনেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, ঘটনাটি জানতে পেরে শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *