বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় নিষিধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ধাওয়াপাড়া গ্রামের রেজাউল সরকারের পুত্র রাব্বি সরকার (২২) এবং কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও কাহালু পৌর পাড়ার মৃত ফেরদৌসের পুত্র মুকিত হায়দার মিশু (৩৬)।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, তাদেরকে দুপচাঁচিয়া থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
