সর্বশেষ সংবাদ ::

বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী উপলক্ষে… সান্তাহার সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম  জম্মবাষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কমসুচী পালিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় সান্তাহার সরকারি কলেজ ক্যাম্পাসে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচীর  আলোচনা সভায় সান্তাহার সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা জান্নাতুন ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, কৃষক দলের নেতা সাইফুল ইসলাম খোকন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেল, সাবেক ছাত্রদল নেতা মনিরুল ইসলাম রতন, জহির রায়হান শুভ, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সোয়াইব হোসেন শিমুল, হয়রত আলী, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী রবিন, ছাত্র দল নেতা জেমস আহমেদ বাপ্পি, বিপ্লব হোসেন, শিমু, মহান, ফাহমিদ, হাসিব, রাম্বু সোহাগ, শাকিল হোসেন, শ্রী আপন কুমার, জাহিদ হাসান উলফাত প্রমুখ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং কলেজ চত্বরে বৃক্ষ রোপন করা হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *