সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জাতীয় মৎস্য সপ্তাহে সম্মাননা স্মারক পেলেন জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মৎস্যচাষী শফিকুল ইসলাম

বগুড়া সংবাদ : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২৫ইং উপলক্ষে সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এক র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র কাহালু উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার, মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন ৩ বারের জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত কার্প জাতীয় মাছের রেনু-পোনা উৎপাদনকারী মৎস্যচাষী ও বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে কার্প জাতীয় মাছের রেনু পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার মধ্যে ১ম স্থান অধিকারী সফল মৎস্যচাষী আলহাজ্ব শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব। এছাড়াও পাঙ্গাস কার্প জাতীয় মাছের রেনু উৎপাদনে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষী আব্দুল বারী ও পাঙ্গাসের পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় কোয়ালিটি এ্যাকোয়া ব্রিডস লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মৎস্য হ্যাচারী মালিক ও মৎস্যচাষীবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *