সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বগুড়া সংবাদ:  ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৮আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জারিন তাসনিম নিলয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছার রহমান ভুট্টু, মৎস্য চাষী ইছাহাক আলী প্রমুখ। পরে ৩জন সফল মৎস্য চাষী ও একজন সংগঠক সহ মোট ৪জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *