সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় করতোয়া নদী অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু

বগুড়া সংবাদ : বগুড়ায় করতোয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানে নদী দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে শহরের রাজাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, করতোয়া নদী দখল ও দোষণমুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ড নতুন করে শহরের ডায়বেটিকস হাসপাতাল থেকে দত্তবাড়ী ব্রিজ পর্যন্ত এই অংশে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে পর্যায় ক্রমে সবগুলো ভেঙ্গে ফেলা হবে এবং দখলমুক্ত করা হবে। রবিবার সকালে রাজাবাজার এলাকায় অভিযান পরিচারনা করে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলমান থাকবে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হক জানান, বগুড়ায় করতোয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান শুরু করা হয়েছে। এরআগে অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে নোটিশ করা করা হয়। এছাড়া পুনরায় মাপযোগ করার পর যেগুলো স্থাপনা নদীর জায়গা রয়েছে সেগুলো চিহিৃত করে ভেঙ্গে ফেলা হচ্ছে।
তিনি বলেন, শহরের এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত সৌন্দর্যবর্ধনের জন্য যে কাজ করা হয়েছে। ওইরকম আরেকটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। ভালোভাবে যেন এই প্রজেক্টটি করা যায় সেজন্য নদী দখলমুক্ত করা হচ্ছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *