বগুড়া সংবাদ : গত ০৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সোনাতলা থানাধীন নওদাবগা এলাকায় এক জন ভিকটিম তার নিজ বাসায় গোসল করার সময় আসামী মোঃ আব্দুল মমিনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ভিকটিমের গোপন নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে আসামীগণ ভিকটিমের ইমু আইডিতে গোসলের নগ্ন ভিডিও পাঠায়ে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমের নিকট ফোন করে ৫০,০০০/- টাকা দাবী করে। আসামীদের দাবীকৃত ৫০,০০০/- টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেটে গোসলের নগ্ন ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দেয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদি হয়ে গত ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গাবতলী মডেল থানার মামলা নং-০৭, তাং-১০/১২/২০২৩ খ্রিঃ ধারা: ৮(১)/৮(২)/৮(৩)/ ৮(৭) ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন রুজু হয়। ঘটনার পর থেকেই র্যাব আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্রæতিতে অদ্য ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ০২.০০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর চৌকস আভিযানিক দল বগুড়া জেলার গাবতলী থানা এলাকা হইতে সুত্রে বর্নিত মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ আব্দুল মমিন (২১), পিতা- লাবলু মিয়া ও তদন্ত প্রাপ্ত আসামী মোঃ রুস্তম আলী (২২), পিতা- মোঃ বাদল প্রামানিক, উভয়ের সাং- নওদাবগা, থানা- সোনাতলা, জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়। র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
Check Also
আদমদীঘিতে স্বামী-স্ত্রীসহ তিন প্রতারক গ্রেপ্তার; চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার
বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে থানা …