বগুড়ায় বিএনপির মানববন্ধন অনুপস্থিত শীর্ষ নেতারা December 10, 2023 বগুড়া জেলার সংবাদ, বগুড়া সদর, সর্বশেষ, সারাদেশ Leave a comment 400 Views বগুড়া সংবাদ ঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বগুড়ায় কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা।রবিবার বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় দেড় মাসের টানা কর্মসূচির দফায় দফায় হরলাত-অবরোধের পর বিএনপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।তবে মানববন্ধনে দলটির শীর্ষ নেতারা অংশ নেননি। মামলায় অভিযুক্তদের কর্মসূচিতে অংশ না নিতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।এসময় ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী আব্দুল বাছেদ। তিনি বলেন, ‘দেশের স্বার্থে সরকারের দ্রুত পদত্যাগ করতে হবে। সেই সাথে এবারের আন্দোলন সফল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।‘বিএনপির এই নেতা আরো বলেন, ‘মানববন্ধনে যেসব নেতা আসেননি তাদের নামে একাধিক মামলা রয়েছে। দলীয় কৌশলের অংশ হিসেবে কাউকে মানববন্ধনে আনা হয়নি।‘এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আইনজীবী একে এম সাইফুল ইসলাম ও মহিলা দলের সভাপতি লাভলি রহমান।এদিকে রোববার সকাল থেকেই জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দলে শহরের নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের সদস্যরা হাতে প্লাক্যার্ড হাতে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।মানববন্ধনে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আইনজীবী একেএম সাইফুল ইউসলাম বলেন, বিএনপি সমর্থন করলেই তাকে গ্রেপ্তার করছে পুলিশ। এ কারণে হাজার হাজার নেতাকর্মী ঘরছাড়া। এসময় মানববন্ধনে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।বিএনপির মানববন্ধনকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। Share Facebook Twitter LinkedIn Pinterest