সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে বগুড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ ‘শীর্ষক এই ক্যাম্পে ৪৭০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪৫ জন ছানি রোগী শনাক্ত হয়, যাদেরকে বিনামুল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও রা হয়। এছাড়া বিনামূল্যে ১৩৫টি চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার ধুনট উপজেলায় ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে বগুড়ার গাক চক্ষু হাসপাতাল। ব্র্যাকের এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল ও ব্র্যাক কর্মকর্তাবৃন্দ। সেবাগ্রহীতারা ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ব্র্যাকের এ ধরনের সেবা কার্যক্রম চালু থাকবে বলে উদোক্তরা জানান।

 

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *